লিংক বিল্ডিং মৌলিক পাঠ – ১

লিংক বিল্ডিং মৌলিক পাঠ

লিংক বিল্ডিং এর অ আ ক খ – প্রথম ভাগ

ওয়েবসাইট এর কোন ইউআরএলকে ( হোমপেজ বা ইনারপেজ বা পোস্ট) যখন এক্সটার্ণাল (তৃতীয় পক্ষের ওয়েবসাইট) কোন ওয়েবসাইট/পেজ -এ রেফারেন্স হিসেবে উল্লেখ করা হয়, সেটি-ই মূলত লিংক বা অফপেজ এসইও এবং এই কাজটি যেভাবে করা হয়, সেটিকে লিংক বিল্ডিং বা লিংক তৈরি করা বলে অভিহিত করা হয়। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) এর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য একটি উপাদান।

যদি লিংক সঠিক নিয়ম অনুসরণ করে তৈরি করা না হয়, অর্থাৎ যদি লিংক বিল্ডিং এর পরিকল্পনা এবং বাস্তবায়ন সঠিক পদ্ধতিতে না হয়, তাহলে সেটি র‌্যাংক বৃদ্ধি করার পরিবর্তে আপনার র‌্যাংকিংকে আপনার ধারণার চেয়েও নিচে নিয়ে আসবে, এমনকি ওয়েবসাইটকে হত্যাও করে ফেলতে পারে (ওয়েবসাইট আবার হত্যা করা যায় নাকি? !! চমৎকার প্রশ্ন, জবাব নিজে খোঁজে বের করুন 🙂 )।

এখন যদি প্রশ্ন করেন, লিংক বিল্ডিং ব্যতীত ওয়েবসাইটকে কি র‌্যাংকিং এর শীর্ষ স্থানে নিয়ে আসা যায়?

এই প্রশ্নের উত্তর হলো, লিংক বিল্ডিং ব্যতীত কোন ওয়েবসাইটকে র‌্যাংকিং এর শীর্ষ স্থানে অথবা যদি শুধু র‌্যাংকিং এর কথা-ই বলি, নিয়ে আসা সম্ভব নয়।

কারণ??

সার্চ ইঞ্জিনগুলো, বিশেষতঃ গুগল, পেজ ইনডেক্স করা এবং র‌্যাংকিং নির্ধারণ করার জন্য অত্যধিক পরিমাণে লিংক এর উপর নির্ভর করে থাকে (আরো অনুঘটক রয়েছে)।

লিংক পাঠক বা ইউজারদেরকে নির্ভরযোগ্যতা প্রদান করে। ইউজার যখন একাধিক ওয়েবসাইটে আপনার ওয়েবসাইট এর রেফারেন্স দেখতে পায়, তখন তারা আপনার ওয়েবসাইটটি ভিজিট করতে আগ্রহী হয়।

অন্যান্য ওয়েবসাইট থেকে প্রাপ্ত লিংক স্পন্সর/এন্ডোর্সমেন্ট (sponsor / endorsement) হিসেবে কাজ করে। অর্থাৎ এর অর্থ হলো তারা অন্যদের নিকট আপনাকে রেকমেন্ড/সুপারিশ করছে। এর ফলে ঐসব ওয়েবসাইট এর ভিজিটরগণ তাদের অভীষ্ট কণ্টেন্ট এর জন্য আপনার ওয়েবসাইট এর উপরও নির্ভর করতে শুরু করে।

ক্লিংক ট্রাস্ট ফ্যাক্টর (trust factor) হিসেবে কাজ করে অর্থাৎ বিশ্বাসযোগ্যতার নিশ্চয়তা প্রদান করে। কোন ওয়েবসাইটে আপনার ওয়েবসাইট এর রেফারেন্স এর অর্থ হলো আপনার ওয়েবসাইটটিও সমমানের এবং প্রাসঙ্গিক কন্টেন্ট প্রদান করতে সক্ষম (অনুমানভিত্তিক)।

এসইও এর মৌলিক পাঠ সম্বন্ধে জানতে এখানে ক্লিক করুন

মন্তব্য করুন:

Scroll Up