এসইও এর জন্য ইমেজ অপটিমাইজেশন

এসইও এর জন্য ইমেজ অপটিমাইজেশন

অনপেইজ এসইও এর অ আ ক খ – চতুর্থ ভাগ

৭। ইমেজ এর এসইও (Image SEO) – এসইও এর জন্য ইমেজ অপটিমাইজেশন

বৃহৎ সার্চ ইঞ্জিনগুলোর প্রায় অধিকাংশ-ই টেক্সট ভিত্তিক, অর্থাৎ তারা ইমেজ (ছবি) বা ভিডিও পড়তে পারে না বা এসব কন্টেন্ট এর মধ্যে কি রয়েছে  সে সম্বন্ধে ধারণা করতে পারে না। এজন্য এসইও এর এর উপযোগি করে ইমেজকে অপটিমাইজ করতে হয় বা করে নিতে হয়। ইমেজ অপটিমাইজেশন (image optimization) এর সর্বাধিক গুরুত্বপূর্ণ অনুঘটক (factor) হলো অল্টারনেটিভ / অল্টারনেট ট্যাগ (Alt tag)। যখন কোন ইমেজ দেখানো সম্ভব হয় না বা লোড হতে দীর্ঘ সময় লাগে, তখন অল্টারনেটিভ / অল্টারনেট ট্যাগ ( Alt tag) বা টেক্সট ইমেজ এর পরিবর্তে / স্থানে প্রদর্শিত হয়।

ওয়েব ক্রলারগুলো ইমেজ এর পরিবর্তে অল্টারনেটিভ / অল্টারনেট ট্যাগকে (Alt tag) সংগ্রহ করে এবং টেক্সট এর অনুরূপ ইনেডক্স করে থাকে। আপনার ইমেজ এর জন্য যদি অর্থবহ একটি ডেসক্রিপশন ব্যবহার করেন, তাহলে তা আপনার অনপেইজ এসইও এর ম্যাট্রিক্সকে উর্ধ্বমুখী করে তুলবে এবং ফলশ্রুতিতে র‌্যাংকিংও ভাল হবে।

ইমেজ এর মধ্যে প্রাসঙ্গিক কীওয়ার্ড ব্যবহার করা হলে সেটি সার্চ র‌্যাংকিং এর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ ইউজার যখন ইমেজ সার্চ করবে, তখন কীওয়ার্ড এর উপর ভিত্তি করে আপনার ইমেজটিও খোঁজে পেতে পারে, যা পরিশেষে ইউজারকে আপনার ওয়েবসাইটে নিয়ে আসবে বা আসতে পারে। আর অধিক ইউজার এর অর্থ হলো উচ্চ র‌্যাংকিং!

ইমেজ এর এইচটিএমএল ট্যাগ লেখার উদাহরণ নিম্নরূপ:

<img src=”Tshirts.png” alt=”Tshirts, Tshirts for boys” width=”512″ height=”512″/>

ইউজারদের নিকট এবং সার্চ ইঞ্জিন এর ক্রলার এর নিকট ইমেজ এর পরিবর্তে যে টেক্সট প্রদর্শিত হবে: Tshirts, Tshirts for boys এবং এই টেক্সটকেই ক্রলার ইমেজ এর জন্য ইনডেক্স করবে। এর ফলে আপনি বা অন্যান্য ইউজার যখন Tshirts, Tshirts for boys লিখে ইমেজ সার্চ করবে, তখন আপনার ইমেজটিও প্রদর্শন করবে।

তৃতীয় ভাগ পড়ার জন্য এখানে ক্লিক করুন

মন্তব্য করুন:

Scroll Up