অনপেইজ এসইও এর অ আ ক খ – তৃতীয় ভাগ
৪। ইউআরএল এর স্ট্রাকচার (URL Structure)
সুগঠিত কাঠামোর ফাইল এবং পেইজ লিংক এর জন্য সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি ইউআরএল (Search engine friendly URLs) এর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে-ই সম্ভব হবে, সেখানে-ই ইউআরএল এর মধ্যে আপনার পছন্দের কীওয়ার্ড ব্যবহার করুন। এটি সার্চ ইঞ্জিনের ওয়েব ক্রলারকে আকর্ষণ করবে আপনার পেইজটি ক্রল করার জন্য এবং এর ফলে আপনার পেজটি দ্রæত ইনডেক্স হবে এবং ফলশ্রæতিতে সার্চ ইঞ্জিন এর রেজাল্ট পেজে ভাল র্যাংকিং পাবেন বা পেতে পারেন (আরো অনুঘটক রয়েছে)। উদাহরণস্বরূপ:
https://www.killertee.com/page1.html?id=768308&fcatId=1 এর তুলনায় https://www.killertee.com/product/tshirt/ এর পারফরমেন্স ভাল হবে। কারণ এই ইউআরএলটি বন্ধুভাবাপন্ন (সার্চ ইঞ্জিন এবং মানুষ উভয়ের জন্যই) এবং দেখতেও বেশ পরিচ্ছন্ন এবং সহজবোধ্য। এছাড়াও এর মধ্যে পছন্দের কীওয়ার্ড অর্ন্তভুক্ত রয়েছে, যা সার্চ টার্ম এর সঙ্গে সঙ্গতিপূর্ণ ও প্রাসঙ্গিক।
৫। এইচটিএমএল হেডিং (HTML Headings)
পেইজে হেডিং (H1, H2, H3, H4, H5, H6) এর ফলে সার্চ রেজাল্ট এর উপর ব্যাপক প্রভাব তৈরি হয়। বা অন্যভাবে বলা যায়, সার্চ রেজাল্টে আসার সম্ভাবনা বৃদ্ধি পায়। ওয়েব পেইজ এর কাঠামো এবং কন্টেন্ট ইনডেক্স করার জন্য সার্চ ইঞ্জিন হেডিংগুলোকে ব্যবহার করে।
অধিকাংশ ইউজার বা পাঠক চোখ বোলানোর জন্য হেডিংগুলোকে ব্যবহার করে। আপনার ওয়েবসাইটও এর ব্যতিক্রম নয়। ডকুমেন্ট এর কাঠামো পজিটিভ (সদর্থক :)) উপায়ে উপস্থাপন করার জন্য হেডিং ব্যবহার করা বেশ গুরুত্বপূর্ণ। হেডিং ব্যবহার করতে হবে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ (H1, H2, H3, H4, H5, H6) এই ক্রম অনুসারে। সর্বনিম্ন ক্রম হলো সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং সর্বোচ্চ ক্রম হলো সর্বনিম্ন গুরুত্বসম্পন্ন। মাঝের ক্রম গুলোর গুরুত্বও এই ক্রম অনুসারে নির্ধারিত হয়।
নোট: যেসকল টেক্সট হেডিং আপনি ইনডেক্স করাতে চান, শুধুমাত্র সেগুলোর জন্যই হেডিং (H1, H2, H3, H4, H5, H6) ব্যবহার করবেন। টেক্সট এর আকার বৃদ্ধি করে দেখানো বা বোল্ড করার জন্য কখনোই হেডিং ব্যবহার করবেন না।
৬। কীওয়ার্ড এর ঘনত্ব (Keyword Density)
কীওয়ার্ড এর ঘনত্ব (Keyword Density) বলতে বুঝায় পেইজে থাকা টেক্সট/কন্টেন্ট এর পরিমাণ (সংখ্যায়) এর তুলনায় কতোবার (হিসাব হয় শতাংশে, %) কীওয়ার্ড ব্যবহার করা হয়েছে। যেমন, পেইজে যদি ৩০০ শব্দ থাকে, আর আপনি যদি ৬ বার কীওয়ার্ড ব্যবহার করে থাকেন, তাহলে কীওয়ার্ড এর ঘনত্ব (Keyword Density) হবে ২ শতাংশ (২%)।
নিচে উল্লেখিত পরামর্শগুলো সবসময় স্মরণ রাখবেন:
১। আপনার পুরো সাইটে শুধুমাত্র প্রাসঙ্গিক বা সংশ্লিষ্ট কীওয়ার্ড ব্যবহার করবেন।
২। অত্যাধিক বা অতিরিক্ত কীওয়ার্ড এর ব্যবহার এড়িয়ে চলুন।
৩। সার্চ ইঞ্জিনকে প্রভাবিত করার জন্য প্রয়োজনের তুলনায় পুনঃ পুনঃ কীওয়ার্ড ব্যবহার করবেন না। এর ফলে আপনার সাইটটি সার্চ ইঞ্জিন এর ডাটাবেজ থেকে মুছে ফেলা বা কালো তালিকাভুক্ত করা হতে পারে।
মধ্যপন্থা হিসেবে ২-৫ শতাংশ (২% – ৫%) পর্যন্ত কীওয়ার্ড এর ঘনত্ব (Keyword Density) ব্যবহার করতে পারেন। ১ শতাংশকে আমি ব্যক্তিগতভাবে উত্তম বলে মনে করি। কন্টেন্ট এর পরিমাণ যদি বেশি হয়, তাহলে ১ শতাংশের কম ঘনত্ব (Density) ব্যবহার করার চেষ্টা করবেন। এর ফলে সার্চ ইঞ্জিন এর নিকট এটিকে স্বাভাবিক (ন্যাচারাল) বলে প্রতীয়মান হবে।