আপনিও লিখুন

আপনিও লিখুন

 

এসইও বা ডিজিটাল মার্কেটিং নিয়ে জানতে ভাল বাসেন? নতুন নতুন ধারণা তৈরি করতে ভাল লাগে? সৃজনশীল সৃষ্টিকর্ম ব্যবহার করে মানুষকে আগ্রহী করে তুলতে ভালবাসেন? প্রতিনিয়ত এসইও এবং ডিজিটাল মার্কেটিং এর নতুন উদ্ভাবিত পদ্ধতি এবং কাজের ধারাগুলো বাস্তবে প্রযোগ করতে ভালবাসেন? – হ্যাঁ!!
আপনার জ্ঞান অন্যদের মাঝে ছড়িয়ে দিতে? – প্রচণ্ড আগ্রহী !!

তাহলে লিখুন আপনার পদাঙ্ক অনুসরণকারী নতুন নতুন সহযাত্রীদের জন্য। নিচের ফরমটি পূরণ করে আপনার লেখা মানসম্মত এবং সম্পূর্ণ নতুন  একটি প্রবন্ধ সংযুক্ত করে পাঠিয়ে দিন। আপনার লেখাটি মানসম্মত এবং প্রকাশিত হলে আপনাকে একজন সম্পাদক হিসেবে লগইন প্রদান করা হবে। এবং পরবর্তীতে আপনি নিজে নিজে লেখা প্রকাশ করতে পারবেন, গড়ে তুলতে পারবেন আপনার লেখার পাঠকশ্রেণী।

লেখার সঙ্গে অবশ্যই আপনার পুরো নাম এবং ছবি সংযুক্ত করবেন। এগুলো আপনার লেখার সঙ্গে প্রকাশ করা হবে। লেখা সংশ্লিষ্ট ছবি প্রদান করা হলে সেটিও সংযুক্ত করা হবে।

লেখা পাঠানোর জন্য নিচের ফরম ব্যবহার করুন। শুধুমাত্র doc|docx ফরমেট ফাইল সংযুক্ত করুন।

Scroll Up